লালবাগ: রাতের অন্ধকারে ভয়াভহ অগ্নিকাণ্ডে দুই ভাই ও বোন সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটল। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের(Murshidabad) লালবাগ মহকুমার অন্তর্গত রানিতলায়। মৃত দুই ভাইয়ের নাম সাহিল ও আদিল শেখ। তাঁদের বয়স ৯ বছর। মৃতা বোন সাজিদা খাতুন। তাঁর বয়স ৭ বছর। জানা গেছে, নিহতদের বাবা পরিযায়ী শ্রমিক। পরিবারটি কিছুদিন আগেই একটি অস্থায়ী কাঁচা ঘর বানিয়ে সেখানেই আশ্রয় নেয়। আগুন লেগে কোনও কিছু টের পাওয়ার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ঘরের ভিতর থেকে উদ্ধার হয় তিন শিশুর অগ্নিদগ্ধ দেহ। পরবর্তীতে দমকল এসে পরিস্থিতি সামাল দেয়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় লালবাগ(Murshidabad) মহাকুমা হাসপাতালে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগে তা ছড়িয়ে যায়।