বহরমপুর: এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার ঘটনা। মৃতের নাম কায়েম শেখ। পরিবারের দাবি, কায়েম শেখ একটি জলসায় যোগ দিতে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর পরিবারের লোক জানতে পারে বাড়ি থেকে কিছু দূরে গ্রামের মধ্যে একটি জলাশয়ের ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ দেহ উদ্ধার হয়েছে।
মৃতের কাকা ঘটনাস্থলে পৌঁছে ভাইপোর দেহ সনাক্ত করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতের ওই কাকা বলেন, ‘আমরা নিশ্চিত ওকে কেউ পরিকল্পনা করে নির্মমভাবে কুপিয়ে খুন করার পর দেহ এইভাবে ফেলে দিয়ে গেছে।’