উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের হামলার ছক মুম্বইয়ে (Mumbai on excessive alert)! শুক্রবার সকালে মুম্বই পুলিশের (Mumbai Police) কাছে বার্তা আসে, শহরজুড়ে ৩৪টি মানববোমা ছড়ানো রয়েছে। ৩৪ জন ফিদায়েঁ বা আত্মঘাতী জঙ্গি, ৪০০ কেজি আরডিএক্স (RDX) নিয়ে ঢুকে পড়েছে শহরে। এমন খবর আসার পরই গোটা বাণিজ্যনগরী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মুম্বইজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট (Excessive Alert)।
মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে এই হুমকি বার্তা আসে। সেখানে জানানো হয়, ৩৪ জন মানববোমা ৪০০ কেজি আরডিএক্স নিয়ে রয়েছে। এই কাজে ৩৪টি গাড়ি ব্যবহার করা হয়েছে। সব বোমা ফেটে ছারখার হয়ে যাবে গোটা শহর। অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফে এই হুমকি দেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, গোয়েন্দা সূত্র মারফত প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ইতিমধ্যে ঢুকে পড়েছে দেশে। আগামীকাল অনন্ত চতুর্দশী। এছাড়া রয়েছে মিলাদ-উদ-নবি অর্থাৎ নবি দিবস। ইতিমধ্যে শহরজুড়ে চলছে তল্লাশি। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বাণিজ্যনগরী। তৎপর রয়েছে প্রশাসন।