Mumbai | ‘এ’ সিরিজে অভিষেক পোড়েল, বিরাট-রোহিতকে ছাড়াই দল ঘোষণা!

Mumbai | ‘এ’ সিরিজে অভিষেক পোড়েল, বিরাট-রোহিতকে ছাড়াই দল ঘোষণা!

ব্লগ/BLOG
Spread the love


মুম্বই: গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল।অক্টোবরের অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতি হিসেবে ‘এ’ দলের ওডিআই সিরিজে হয়তো দেখা যাবে বিরাট কোহলি, রোহিত শর্মাকে। যদিও সেই বিতর্কে এদিন জল ঢেলে দিলেন অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ৩০ সেপ্টেম্বর শুরু অস্ট্রেলিয়া বনাম ভারত ‘এ’ দলের তিন ম্যাচের ওডিআই সিরিজে বিরাট-রোহিতকে ছাড়াই দল ঘোষণা করলেন তাঁরা।

কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামেই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে আইপিএল জয়ী অধিনায়ক রজত পাতিদার। শেষ দুই ম্যাচে (৩ ও ৫ অক্টোবর) অধিনায়ক তিলক ভার্মা। দুই দলেই উইকেটকিপার-ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন বাংলার রনজি ট্রফি দলের সদস্য অভিষেক পোড়েল।

এশিয়া কাপ শেষে তিলক, অভিষেক শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানারা শেষ দুই ম্যাচে ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন। ঘোষিত দলে আছেন পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে নজরকাড়া দিল্লির তরুণ ব্যাটার প্রিয়াংশ আর্যকে। আছেন আইপিএলে প্রিয়াংশের ওপেনিং পার্টনার প্রভসিমরান সিংও।

তিন ম্যাচের ‘এ’ সিরিজের সপ্তাহ দুয়েকের মধ্যেই ভারতের সিনিয়ার দল অস্ট্রেলিয়ায় উড়ে যাবে সাদা বলে জোড়া সিরিজ খেলতে। যেখানে ওডিআই সিরিজে অংশ নেওয়ার কথা বিরাট-রোহিতের। দীর্ঘদিন মাঠের বাইরে। শেষবার ওডিআই ফর্ম্যাটে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ঘরের মাঠে ‘এ’ সিরিজ প্রস্তুতির ভালো মঞ্চ হতে পারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘এ’ সিরিজের দল ঘোষণায় বিপরীত ছবি। সেক্ষেত্রে ম্যাচ প্র্যাকটিস ছাড়াই সরাসরি স্যর ডন ব্র্যাডম্যানের দেশে সম্ভবত উড়ে যাবেন বিরাটরা।

প্রথম ম্যাচের দল : রজত পাতিদার (অধিনায়ক), প্রভসিমরান সিং, রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেডগে, বিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল, প্রিয়াংশ আর্য ও সিমরজিৎ সিং।

শেষ দুই ম্যাচের দল : তিলক ভার্মা (অধিনায়ক), রজত পাতিদার, অভিষেক শর্মা, প্রভসিমরন সিং, রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেডগে, বিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল, হর্ষিত রানা ও অর্শদীপ সিং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *