Most cancers Vaccine | রাশিয়ার হাতে নতুন ক্যান্সার ভ্যাকসিন! সফল ক্লিনিক্যাল ট্রায়াল?

Most cancers Vaccine | রাশিয়ার হাতে নতুন ক্যান্সার ভ্যাকসিন! সফল ক্লিনিক্যাল ট্রায়াল?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মারণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিগন্ত উন্মোচন করে রাশিয়ার বিজ্ঞানীরা একটি নতুন ভ্যাকসিন তৈরি করেছেন। তাঁদের দাবি, এই ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রস্তুত।রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (FMBA) প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা (Veronika Skvortsova) ইস্টার্ন ইকোনমিক ফোরামে এই যুগান্তকারী আবিষ্কারের ঘোষণা করেন।

এন্টারোমিক্স (Enteromix) নামের এই ভ্যাকসিনটি মূলত এমআরএনএ (mRNA) প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতেও ব্যবহৃত হয়েছিল। প্রচলিত ভ্যাকসিনের মতো দুর্বল ভাইরাস ব্যবহার না করে, এমআরএনএ ভ্যাকসিন শরীরের কোষগুলোকে এমন কিছু প্রোটিন তৈরি করতে শেখায়, যা ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।

স্কভোরৎসোভা জানান, এই ভ্যাকসিনটি বহু বছরের গবেষণার ফল, যার মধ্যে তিন বছরের প্রয়োজনীয় প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালও অন্তর্ভুক্ত ছিল। ট্রায়ালে দেখা গেছে, একাধিক ডোজ দেওয়ার পরও ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ এবং অত্যন্ত কার্যকর। কিছু ক্ষেত্রে, এটি টিউমারের বৃদ্ধি ৬০% থেকে ৮০% পর্যন্ত কমাতে বা ধীর করতে সক্ষম হয়েছে, যা ক্যান্সারের ধরনের ওপর নির্ভর করে।

প্রাথমিকভাবে, এই ভ্যাকসিনটি কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। এর পাশাপাশি গ্লিওব্লাস্টোমা (এক ধরনের দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যান্সার) এবং মেলানোমা (এক ধরনের গুরুতর ত্বকের ক্যান্সার), এমনকি চোখের মেলানোমার মতো ক্যান্সারের জন্যও এই ভ্যাকসিন তৈরির কাজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *