উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭৫ বছরে অবসর নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)! বিজেপি অন্দরে অঘোষিত নীতিকেই কি মান্যতা দেবেন প্রধানমন্ত্রী? আরএসএস প্রধাম মোহন ভাগবতের (Mohan Bhagwat) একটি মন্তব্যে আপাতত এই জল্পনাতে জল পড়ল বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির জন্মদিনের ৬ দিন আগে ৭৫ বছরে পা দেবেন সরসংঘচালক মোহন ভাগবত। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মলনে ৭৫ বছরে অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনও বলিনি যে আমি অবসর নেব বা অন্য কেউ যখন ৭৫ বছর বয়সে পৌঁছোবে তখন অবসর নেবে…”। এরপরই তাঁর সংযোজন, ‘সংঘ যা বলবে আমরা তা করব।’
বিজেপি এর আগে বারবার বলেছে যে ৭৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে হবে কোনও নিয়ম নেই। বিহার থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী জিতনরাম মাঝি ইতিমধ্যেই ৮০ বছরের সময়সীমা অতিক্রম করেছেন, প্রধানমন্ত্রী সহ অনেকেই ২-১ বছরের মধ্যে ৭৫ এর সীমা পার করবেন।
গত কয়েক বছর ধরে বিরোধীরা নিয়মিতভাবে বিজেপির এই ‘নিয়ম’ নিয়ে কথা বলেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অমিত শা জানান, দল ৭৫ বছরের বেশি বয়সী প্রার্থীদের প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও পরে অমিত শা বলেছিলেন যে এটি একটি নির্বাচনি সিদ্ধান্ত এবং জোরের সঙ্গে জানান, বিজেপির সংবিধানে কোথাও বয়স সংক্রান্ত কোনও বিধান নেই। তা সত্ত্বেও বিরোধীরা বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশীর দিকে ইঙ্গিত করেছেন। তবে এদিন আরএসএস প্রধানের বয়স সংক্রান্ত ইঙ্গিত প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও খাটে এমন কোনও ইঙ্গিত নেই। তবে আরএসএস যেহেতু বিজেপির আদর্শগত পাওয়ার হাউস হিসেবে কাজ করে সেক্ষেত্রে আরএসএসের অনুসৃত নীতি বিজেপির ক্ষেত্রেও প্রয়োগ করা হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।