উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার মানহানির মামলার মুখে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ঠুকে দিয়েছেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এর আগে কুণালকে মিঠুনের তরফে আইনি নোটিশ পাঠানো হয়। তার জবাবে সন্তুষ্ট না হয়ে এবার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করে দিয়েছেন মিঠুন।
অভিযোগ, মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে দাবি করেন কুণাল ঘোষ। এমনকি তার বক্তব্য ছিল মিঠুন নিজেকে বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছেন। মিঠুনের দাবি, তার ছেলে ধর্ষণের মামলায় যুক্ত বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। এমনকি তাঁর স্ত্রীও আর্থিক লেনদেনে জড়িত বলে অভিযোগ করেছেন। মিঠুনের দাবি, কুণালের ওই সব মন্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। মিঠুন জানিয়েছেন, তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী। এই ধরণের মন্তব্যর কারণে তাঁর সম্মান এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।
তার কাজের উপরেও কুণালের মন্তব্যের প্রভাব পড়েছে। এর ফলে পেশাগত ভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই হাই কোর্টে মিঠুনের আবেদন, ক্ষতিপূরণ হিসাবে তাঁকে ১০০ কোটি টাকা দেওয়া হোক। সেই সঙ্গে ওই ধরনের মন্তব্য থেকে কুণালকে বিরত থাকার নির্দেশ দিক আদালত। রীতিমতো ৫০ হাজার টাকা কোর্ট ফি দিয়ে মিঠুন এই মামলা দায়ের করেছেন। তবে কবে এই মামলার শুনানি তা জানা যায়নি। যদিও কুণাল ঘোষ অবশ্য দমে যেতে রাজি নন। তিনি বলেন, ‘আমিও ওঁর বিরুদ্ধে মামলা করেছি। চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে ওর কী সংযোগ ছিল, সেটা আমি কোর্টে বলব।’