Mitchell Starc | আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে হঠাৎ অবসর ঘোষনা মিচেল স্টার্কের! জানুন বিস্তারিত

Mitchell Starc | আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে হঠাৎ অবসর ঘোষনা মিচেল স্টার্কের! জানুন বিস্তারিত

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হঠাৎ অবসরের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্কের (Mitchell Starc)। তবে সব ধরনের ক্রিকেট থেকে নয়। শুধু আন্তর্জাতিক টি টোয়েন্টি (T-20) ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভারতের মাটিতে টেস্ট সিরিজ়, অ‍্যাসেজ় এবং ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে টি টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক।

স্টার্কের এমন হঠাৎ অবসরের সিদ্ধান্তে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (Australia Cricket Board) নির্বাচকদের ২০২৬ য়ের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জোরে বোলিং নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করতে হবে।

৩৫ বছর বয়সী স্টার্ক গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর দেশের হয়ে এই ফরম্যাটে খেলেননি। স্টার্ক বলেছেন, “টেস্ট ক্রিকেট সবসময়ই আমার কাছে প্রথম অগ্রাধিকার। তবে দেশের হয়ে যে টি-টোয়েন্টি ম্যাচগুলো খেলেছি, সেগুলির প্রতিটি মুহূর্ত ভোলার মত নয়। হঠাৎ কেন অবসরের সিদ্ধান্ত? এমন প্রশ্নের উত্তরে স্টার্ক বলেন, “ভারতের মাটিতে টেস্ট সিরিজ় রয়েছে। এরপর অ‍্যাসেজ় এবং এক দিনের বিশ্বকাপ রয়েছে। সব মিলিয়ে ওই ক্রিকেটগুলি খেলার জন্য নিজেকে সুস্থ রাখার এটাই সবচাইতে সেরা উপায়।”

স্টার্ক ৬৫টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭৯টি উইকেট নিয়েছেন। ওভার পিছু রান দিয়েছেন ৭.৭৪। টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি স্টার্ক। তাঁর আগে রয়েছেন অ‍্যাডাম জাম্পা। এ পর্যন্ত ছয়টি টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে পাঁচটিতে খেলেছেন তিনি। চোটের জন‍্য ২০১৬ বিশ্বকাপ খেলতে পারেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *