শতাব্দী সাহা, চ্যাংরাবান্ধা: চারিদিকে খুশির আবহ। দোলযাত্রায় রঙের আবেশে মেতেছে সকলে। এই খুশির উৎসবের মাঝেই চ্যাংরাবান্ধায় ৬ বছরের শিশুকে নৃশংসভাবে ধর্ষণের (Minor Rape) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা শিশুটি বর্তমানে মেখলিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির পরিবারের অভিযোগ, দোলের দিন মেয়ে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। অভিযুক্ত যুবক মেয়েটিকে ঘুড়ি দেওয়ার নাম করে নাম করে ডেকে নিয়ে যায়। শিশুটির সঙ্গে থাকা তার বন্ধুকে বাড়ি চলে যেতে বলে। এরপরই হাতে ৫ টাকা গুঁজে দিয়ে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত। বাড়ি ফিরে মেয়েটি শুধু কাঁদতে থাকায় মায়ের সন্দেহ হয়। এরপর মায়ের প্রশ্নের জবাবে কাঁদতে কাঁদতে সবটা জানায় সে।
শিশুটির প্রতিবেশী এক মহিলা জানান, বাচ্চাটির শারীরিক অবস্থা দেখে অত্যাচার যে হয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। শুক্রবার রাতেই পরিবারের সদস্যরা শিশুটিকে চিকিৎসার জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে যান। খবর পেয়ে সেখানে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। মেখলিগঞ্জের এসডিপিও আশিষ পি সুব্বা বলেন, ‘ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে এর উপযুক্ত বিচার হবেই।’ পুলিশ সূত্রে আরও জানা গেছে, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভ ফুঁসছেন চ্যাংরাবান্ধার বাসিন্দারা। সকলেই দোষীর দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।