Military chief on Operation Sindoor | পাকিস্তানের জয় শুধু মনে মনে! ইসলামাবাদকে বিঁধলেন সেনাপ্রধান দ্বিবেদী

Military chief on Operation Sindoor | পাকিস্তানের জয় শুধু মনে মনে! ইসলামাবাদকে বিঁধলেন সেনাপ্রধান দ্বিবেদী

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পহলগাম হামলার পর সংঘাতে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। সংঘাত থামার পর পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। পাক সরকারের তরফে প্রচার করা হয়, তারা যুদ্ধে জয়ী হয়েছে। এনিয়েই এবার ইসলামাবাদকে বিঁধলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাঁর কটাক্ষ, ‘পাকিস্তানের জয় শুধু মনে মনে।’ আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান জানান, ‘অপারেশন সিঁদুর’ ব্যাপক সাফল্য পেয়েছে এবং এই অভিযান পাকিস্তানকে বড় শিক্ষা দিয়েছে।

‘অপারেশন সিঁদুর’-কে দাবা খেলার সঙ্গে তুলনা করেছেন জেনারেল দ্বিবেদী। তিনি বলেন, ‘দাবা খেলায় যেমন প্রতিপক্ষের চাল বোঝা যায় না, তেমনই ছিল সিঁদুর অভিযান। এটি ছিল গ্রে-জোন অপারেশন। এক্ষেত্রে পুরো শক্তি প্রয়োগ না করে শত্রুপক্ষকে ঘায়েল করার কৌশল নেওয়া হয়েছিল। কোথাও চেকমেট দিয়েছি, কোথাও ঝুঁকি নিয়ে শত্রুকে শেষ করেছি।’

সেনাপ্রধান বলেছেন, ‘এই অভিযানে একটা বিষয়ের বড় ভূমিকা ছিল। তা হল ন্যারেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ, মন থেকে যেটা ভেবে নেওয়া হয়, সেটাকেই ঠিক বলে মেনে নেওয়া।’ জেনারেল দ্বিবেদীর কটাক্ষ, ইসলামাবাদ এই কৌশল নিয়েছিল। তারা মনে মনে ভেবে নিয়েছে যে তাদের জয় হয়েছে। যদি কোনও পাক নাগরিককে জিজ্ঞাসা করা হয় আপনারা জিতেছেন না হেরেছেন, তা হলে ওঁরা নিশ্চয়ই বলবেন, ‘আমাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন। অতএব আমরাই জয়ী হয়েছি।’

একই সঙ্গে প্রত্যাঘাতের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছারও প্রশংসা করেছেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। এই আস্থা মনোবল আরও বাড়িয়ে দেয়।’

The put up Army chief on Operation Sindoor | পাকিস্তানের জয় শুধু মনে মনে! ইসলামাবাদকে বিঁধলেন সেনাপ্রধান দ্বিবেদী appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *