Metro In Dino | ‘মেট্রো ইন দিনো’র শুটিং করতে গিয়ে কার কথা মনে পড়ল কঙ্কনার? কেঁদে ফেললেন অভিনেত্রী…

Metro In Dino | ‘মেট্রো ইন দিনো’র শুটিং করতে গিয়ে কার কথা মনে পড়ল কঙ্কনার? কেঁদে ফেললেন অভিনেত্রী…

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০০৭ সালে ‘লাইফ ইন এ মেট্রো’ (Life in a… Metro) ছবিটি আজও স্মৃতির পাতায় জুড়ে রয়েছে চলচ্চিত্রপ্রেমীদের। বিশেষ করে ওই ছবির গান ‘ইন দিনো…’। তবে এবার সাড়া ফেলেছে ‘মেট্রো ইন দিনো’ (Metro In Dino) ছবির গান ‘জমানা লাগে’ (Zamaana Lage)-ও। নতুন ছবির ঝলক প্রকাশ্যে আসতেই স্মৃতি রোমন্থন শুরু করছেন অনেকে।

নতুন ছবিতে বদল এসেছে অনেক। ছবিতে কঙ্কনা সেনশর্মার (Konkona Sen Sharma) সঙ্গে ইরফান খানের (Irrfan Khan) অম্লমধুর রসায়ন সেই ছবির অন্যতম আকর্ষণ ছিল। তবে ‘মেট্রো ইন দিনো’-তে কঙ্কনা থাকলেও নেই ইরফান। তাই ছবির শুটিং করতে গিয়ে ইরফানের কথা ভেবে কেঁদে ফেলেন অভিনেত্রী। ছবির প্রচার সংক্রান্ত এক অনুষ্ঠানে কঙ্কনা বলেন, ‘এমন বহু বার হয়েছে, শুটিংয়ের সময়ে ওঁর (ইরফান) কথা বারবার মনে পড়েছে।’ ছবির পরিচালক অনুরাগ বসুও জানান, কীভাবে ভেঙে পড়েছিলেন কঙ্কনা। ইরফানের পাশাপাশি গায়ক কেকে’কেও মনে করেছেন সবাই। ‘লাইফ ইন এ মেট্রো’-তে গান গেয়েছিলেন তিনি। অনুরাগ বলেন, ‘কেকে (KK)-র কথাও আমাদের মনে পড়েছে। অনেকেই রয়েছেন, যাঁদের কথা ছবির শুটিংয়ে মনে পড়েছে আমাদের।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *