Meghalaya Principal Secretary | উজবেকিস্তানে গিয়ে মৃত্যু মেঘালয়ের মুখ্যসচিবের! হোটেল থেকে উদ্ধার দেহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Meghalaya Principal Secretary | উজবেকিস্তানে গিয়ে মৃত্যু মেঘালয়ের মুখ্যসচিবের! হোটেল থেকে উদ্ধার দেহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উজবেকিস্তানে (Uzbekistan) গিয়ে মৃত্যু হল মেঘালয়ের মুখ্যসচিব (Meghalaya Principal Secretary) সৈয়দ মহম্মদ আর রাজির (Syed Md A Razi)। এক হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মেঘালয়ের প্রশাসনের তরফে এই খবরটি জানানো হয়েছে।

সূত্রের খবর, ২০২১ সাল থেকে মেঘালয় সরকারের আইআরটিএসের আধিকারিক (IRTS officer) হিসেবে কর্মরত ছিলেন রাজি। ব্যক্তিগত সফরেই সম্প্রতি উজবেকিস্তানে গিয়েছিলেন তিনি। গত ৪ এপ্রিল থেকে উজবেকিস্তানের বুখারা শহরের এক হোটেলে থাকছিলেন। একজন ঊর্ধ্বতন সরকারি আধিকারিক জানান, সোমবার সকাল থেকে একাধিকবার ফোন করা হলেও একবারও ফোন তোলেননি রাজি। সন্দেহ হওয়ায় হোটেলকর্মীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। আর ভেতরে যেতেই দেখা যায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন রাজি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

রাজির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সৈয়দ মহম্মদ আর রাজির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর অবিশ্বাস্য দক্ষতা এবং অটল নিষ্ঠা প্রতিটি বিভাগেই স্পষ্ট ছিল। সর্বদা প্রতিটি কাজ তিনি এমনভাবে করতেন, যা চারপাশের সকলকে অনুপ্রাণিত করত। তাঁর সহকর্মীরা তাঁকে গভীরভাবে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। রাজির অনুপস্থিতি আমাদের সকলের মধ্যে এক গভীর শূন্যতা তৈরি করবে।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজির স্ত্রী ইতিমধ্যেই বুখারার উদ্দেশে রওনা দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *