Meeting Bypoll Outcome 2025 | মান রাখল আপ, পিছিয়ে বিজেপি! জেনে নিন ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল

Meeting Bypoll Outcome 2025 | মান রাখল আপ, পিছিয়ে বিজেপি! জেনে নিন ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার দেশের ৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে (Meeting Bypoll Outcome 2025)। দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কেজরিওয়ালের আম আদমি পার্টির (AAP) রাজনৈতিক ভবিষ্যত ঝুঁকির মুখে ছিল। তবে উপনির্বাচনে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছে আপ। উপনির্বাচনে পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম (Ludhiana West) এবং গুজরাটের বিসবদারে (Visavadar) জয়ী হয়েছেন আপ প্রার্থী।

এছাড়াও এদিন উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে কেরলের নীলাম্বুর (Nilambur), পশ্চিমবঙ্গের কালীগঞ্জ ও গুজরাটের কাদি বিধানসভা কেন্দ্রেও। কেরলের নীলাম্বুরে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF)। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ (Kaliganj) আসন এবারও ধরে রাখতে পেরেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে, পাঁচটি উপনির্বাচনে প্রার্থী দিলেও শুধুমাত্র গুজরাটের কাদি (Kadi) আসনেই জিততে পেরেছে বিজেপি।

২০২৭ সালেই পঞ্জাবে বিধানসভা ভোট রয়েছে। আর সেটিকে পাখির চোখ করেই লুধিয়ানা পশ্চিম উপনির্বাচনে প্রথম থেকেই জোরদার প্রচার চালিয়েছিল শীর্ষ আপ নেতৃত্ব অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া, অতিশীরা। অবশেষে কংগ্রেসের ভারত ভূষণ আশুকে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন আপ প্রার্থী সঞ্জীব অরোরা।

পাশাপাশি গুজরাটের বিসবদারব আসনটিও আপের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। গত ভোটে এই আসনে জয়ী তৎকালীন আপ বিধায়ক ভূপেন্দ্র ভায়ানি ২০২৩ সালে বিজেপিতে যোগ দেন। সেই সময় থেকে এই আসনটি খালি ছিল। তবে সেই আসন ধরে রাখতে পেরেছে আপ। বিজেপির কিরীট প্যাটেলকে পরাজিত করে জয়ী হয়েছেন আপের গোপাল ইতালিয়া।

সেই সঙ্গে কেরলের নীলাম্বুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকেও একটি মর্যাদাপূর্ণ লড়াই হিসেবে দেখা হয়েছিল। কারণ এটি প্রিয়াংকা গান্ধির প্রতিনিধিত্বকারী ওয়েনাড লোকসভা আসনের অন্তর্গত। তবে শেষপর্যন্ত মান রেখে এই আসনে জয়ী হয়েছেন কংগ্রেস-নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী আর্যদান শৌকত।

এদিকে, শুধুমাত্র গুজরাটের কাদিতে জয়ের মুখ দেখতে পেরেছে বিজেপি। সেখানে কংগ্রেসের রমেশ চাভদাকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রাজেন্দ্র চাভদা। অন্যদিকে, পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচনের আগে কালীগঞ্জ উপনির্বাচনকে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *