উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কিছুটা হলেও সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে বাড়ল মহিলাদের প্রতিনিধিত্ব। রবিবার মাদুরাইয়ে সিপিআইএমের ২৪ তম পার্টি কংগ্রেস থেকে ৮৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে মহিলা সদস্যের সংখ্যা ১৭ শতাংশ থেকে বেড়ে এবার হয়েছে ২০ শতাংশ। জায়গা পেয়েছেন বাংলার মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee) ও কনীনিকা ঘোষের মতো নেতারা। দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠকও জায়গা পেয়েছেন কেন্দ্রীয় কমিটিতে।
রবিবার ১৮ সদস্যের পলিট ব্যুরো নির্বাচিত করেছে কেন্দ্রীয় কমিটি। শ্রীদীপ ভট্টাচার্য, অমরা রাম, বিজু কৃষ্ণন, মারিয়াম ধাওয়ালে, ইউ বাসুকি, কে বালাকৃষ্ণন, জিতেন্দ্র চৌধুরী, আর অরুণকুমার এই পার্টি কংগ্রেস থেকে পলিট ব্যুরোয় প্রথমবার নির্বাচিত হয়েছেন।
মীনাক্ষীর মতো লড়াকু নেত্রীকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়ায় বাংলায় যুব আন্দোলন আরও গতি পাবে বলে মনে করছেন প্রবীণ বাম নেতাদের অনেকে। মীনাক্ষী এই মুহূর্তে রাজ্যে সিপিএমের অন্যতম লড়াকু মুখ। সিপিএমে ব্যক্তি প্রচারের রীতি না থাকলেও অনেকে নেতা কর্মীরাই মীনাক্ষীকে নিয়ে উৎসাহিত। ফলে এই সিদ্ধান্ত বাংলায় সিপিএমের ক্ষয়ীষ্ণু সংগঠনে কিছুটা হলেও অক্সিজেন যোগাবে কিনা তা বলবে সময়।
সিপিএমের সাংগঠনিক রিপোর্ট অনুসারে দলে মহিলাদের ক্ষেত্রে ১৮% থেকে ২০% এবং তরুণদের ক্ষেত্রে ১৯.৫% থেকে ২২.৬%— এই বৃদ্ধি হয়েছে গত তিন বছরে। সদস্য সংখ্যার নিরিখে কেরল ও বাংলার পরে এখন তৃতীয় স্থানে রয়েছে তামিলনাডু। আবার ত্রিপুরার ঠিক পেছনেই রয়েছে তেলঙ্গনা। তরুণ ও মহিলা সদস্যের ক্ষেত্রে জাতীয় স্তরে সিপিএমে যে সামান্য বৃদ্ধি হয়েছে বাংলায় ঠিক তার উলটো ছবি ধরা পড়েছে। রাজ্যে আন্দোলনে ছাত্র ও যুবরা সামনের সারিতে থেকে একাধিক আন্দোলন গড়ে তুললেও দলে তাদের অন্তর্ভুক্তির হার সামান্য কমেছে।