নয়াদিল্লি: ইংল্যান্ড সফরে দলে নেই। কিন্তু মনেপ্রাণে দলের সঙ্গেই রয়েছেন মহম্মদ সামি।
লিডসে প্রথম টেস্টে পরাজয়ের পর ভারতীয় দলের বোলিং ও ফিল্ডিং নিয়ে মোটেই খুশি নন সামি। ভারতীয় দলের ক্যাচ ফেলার প্রবণতাই ম্যাচ হারিয়েছে বলে মনে করেন তিনি। সামি বলেছেন, ‘আমরা প্রথম টেস্টে অনেকগুলি ক্যাচ ফেলেছি। এত ক্যাচ ফেললে ম্যাচ জেতা যায় না। আমাদের ফিল্ডিং নিয়ে আরও কাজ করতে হবে।’
বুমরাহকে দেখে প্রসিদ্ধ কৃষ্ণাদের শেখার কথা বলেছেন সামি। বলেছেন, ‘ভারতীয় বোলারদের বুমরাহের থেকে কিছু শেখা উচিত। ওর সঙ্গে কথা বলে বোলিংয়ের পরিকল্পনা ঠিক করা দরকার। আমাদের বোলাররা যদি বুমরাহকে একটা প্রান্ত থেকে সমর্থন দেয়, তাহলে ম্যাচ জেতা অনেক সহজ হয়ে যাবে। তাই সবচেয়ে গুরুত্বপূ্র্ণ বিষয় হল, বুমরাহকে একপ্রান্ত থেকে সমর্থন দিয়ে যাওয়া।’ তিনি আরও যোগ করেছেন, ‘সবাই বলে ইংল্যান্ডে ব্যাট করাটা কঠিন। কিন্তু আমাদের ব্যাটাররা ভালো পারফরমেন্স করেছে। ম্যাচ জিততে গেলে নতুন বলে উইকেট নেওয়াটা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড ম্যাচ জিতেছে কারণ আমরা সহজে প্রচুর রান দিয়েছি।’
তবে প্রথম টেস্ট হেরে গেলেও আশা ছাড়ছেন না ভারতীয় পেসার। তিনি বলেছেন, ‘এখনও সিরিজে অনেক কিছু বাকি আছে। আমাদের জিততে গেলে বোলিং ইউনিটকে আরও ভালো খেলতে হবে।’