মাথাভাঙ্গা: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খাবার মিশ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে! মৃতের নাম পিন্টু ওরাওঁ (৪০)। তিনি মাথাভাঙ্গা পূর্ত দপ্তরে কর্মরত ছিলেন। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় শোরগোল গোটা এলাকায়।
মাথাভাঙ্গা শহরের (Mathabhanga) ৫ নম্বর ওয়ার্ডে দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন পিন্টু বাবু। স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে স্বামীর-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। এই অশান্তির জেরেই গতকাল রাতে সবজিতে বিষ মিশিয়ে স্বামীকে খেতে দিয়েছিলেন স্ত্রী। সেই খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন পিন্টু ওরাওঁ। শুক্রবার সকালে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা (Docs) মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই মৃতের বাড়িতে ছুটে আসেন পুলিশ। শুরু করেন তদন্ত। পুলিশি জেরায় মৃতের স্ত্রী স্বীকার করেন, খাবারে মিশ মেশানোর কথা। ইতিমধ্যেই পুলিশ (Police) তাকে গ্রেপ্তার (Arrest) করেছে। পাশাপাশি বাড়ি থেকে উদ্ধার করেছেন বিষের শিশি।