উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : উত্তর-পূর্বে বড় সাফল্য সেনার। বুধবার মণিপুরে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হল ১০ জঙ্গির। মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। এই খবর পেয়ে সেনার তরফে জেলার নিউ সামতাল গ্রামে তল্লাশি অভিযান চালান আসাম রাইফেলসের জওয়ানরা। তাঁদের দেখে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাবাহিনীও।
সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলা হয়েছে, ‘ভারত-মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলার খেংজয় তহসিলের নিউ সামতাল গ্রামের কাছে অভিযান চালিয়েছেন আসাম রাইফেলসের জওয়ানরা। গুলিতে ১০ জঙ্গি মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। তল্লাশি এখনও চলছে।
প্রসঙ্গত, মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে দু’বছর ধরে উত্তাল মণিপুর। এই অস্থিরতার সুযোগে চিনপন্থী জঙ্গিগোষ্ঠীগুলি সেখানে সক্রিয় হয়ে উঠেছে বলে গোয়েন্দা সূত্রের খবর। গত ৮ মে উত্তর-পূর্বের রাজ্যটিতে জঙ্গিদমন অভিযান শুরু হয়েছে। এবার সেনার গুলিতে মণিপুরে মৃত্যু হল ১০ জঙ্গির। অভিযান জারি থাকবে।