উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভাঙা পা নিয়েই খেলতে নেমে পড়লেন পন্থ। শার্দূল ঠাকুর আউট হতেই দেখা যায় সাঝঘর থেকে সিড়ির রেলিং ধীর পায়ে নেমে আসছেন তিনি। যদিও তিনি মাঠে খেলতে নেমে পড়লেও, আদৌ দৌড়ে রান নিতে পারবেন কীনা তা নিয়ে সংশয় ছিল। তবে সেই সংশয়ে জল ঢেলে দিয়ে খুড়িয়ে খুড়িয়েই রান নিতে দেখা যায় তাঁকে। এদিন মাঠে ঢোকার আগে ঘাসে হাত দিয়ে প্রণামও করেন পন্থ।
এদিকে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই বৃষ্টি নেমেছে ম্যাঞ্চেস্টারে।যার ফলে সাময়িকভাবে বন্ধ রয়েছে খেলা। সময়ের আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে বিরতির। বর্তমানে ভারতের স্কোর ৬ উইকেটে ৩২১। ক্রিজে রয়েছেন পন্থ(৩৯) এবং ওয়াশিংটন(২০)।