উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাঙালি আবেগে শান দিতে এই ইস্যুতে বুধবার পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দুপুর একটায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে। তা যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল শেষে বক্তব্য রাখবেন দলনেত্রী। এই প্রতিবাদ কর্মসূচির জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এলাকা। মোতায়েন করা হয়েছে ১৫০০ পুলিশ কর্মী। মিছিলে শামিল হবেন হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী এবং সমর্থকরা। এর পাশাপাশি এদিন দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের।
সম্প্রতি ওডিশা, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। অভিযোগ, বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কয়েক দিন আগে এবিষয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি হেনস্তার প্রতিবাদে এবার পথে নামছেন তিনি।
এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তৃণমূলনেত্রী। মিছিলে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু। বউবাজারের নির্মলচন্দ্র দে স্ট্রিট, সুবোধ মল্লিক স্কোয়ার, এসএন বন্দ্যোপাধ্যায় রোড হয়ে তা ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে পৌঁছাবে। পরে বক্তব্য রাখবেন মমতা। সেখান থেকে তৃণমূল নেত্রী কী বার্তা দেন, সেদিকে নজর সকলের।