উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ের অধীন কেলগ কলেজে (Kellogg School) ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। একের পর এক তুলে ধরেন তার চালু করার সামাজিক প্রকল্পের কথা। কত মানুষ তার দ্বারা উপকৃত হচ্ছে সেই প্রসঙ্গ। কিন্তু এরই মাঝে বিক্ষোভের মুখেও পড়তে হয় মমতাকে। তাঁর বক্তৃতা চলাকালীন প্রতিবাদী পোস্টার তুলে ধরেন উপস্থিত দর্শকদের একাংশ। এমনকি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মিথ্যেবাদী’ বলেও দাগিয়ে দেওয়া হয়। এমনকি আরজি কর কাণ্ড নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় মমতাকে। যদিও মাথা ঠান্ডা রেখেই সেই পরিস্থিতি সামাল দেন মমতা। পরে কেলগ কলেজ কর্তৃপক্ষ প্রতিবাদীদের হল থেকে বের করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিন্তু এই ঘটনার পর এদিন এক্স হ্যান্ডেলে তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি/নবজাগরণের সুরে বাজে আগমনী/উন্নয়নের আলো মেঘে ঢাকবে না/মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না।’ এরপরই মমতা ফের একবার তাঁর ছোটবেলার কথা বলেছেন। খানিকটা আবেগ মিশ্রিত ভাবে তিনি লেখেন, ‘ছোটবেলায় বাবাকে হারানোর দিন থেকে, জীবন একটা যুদ্ধ, যে যুদ্ধ আমি একজন ছাত্রনেতা হিসেবে, বিরোধী দলের কণ্ঠস্বর হিসেবে লড়েছি, এবং এখন সরকারের প্রধান হিসেবে লড়াই করছি। আমি কখনও সংগ্রাম থেকে পিছপা হইনি, আর কখনও হবও না। কিন্তু বাংলার সাফল্যকে খাটো করতে বা যে আত্মত্যাগের জন্য অগ্রগতি অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে কাউকে অনুমতি দেব না। বিশ্বের অন্যতম সম্মানিত প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে, বাংলার অসাধারণ উন্নয়নের গল্প ভাগ করে নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এটি এমন একটি অভিজ্ঞতা যা আমি চিরকাল লালন করব।’ মমতার লেখাতেই পরিষ্কার, লন্ডনে বিক্ষোভকারীদের নিশানা করতে চেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সরাসরি না হলেও ঘুরিয়ে বার্তা দিতে চেয়েছেন। তবে দল হিসেবে তৃণমূল এই বিশৃঙ্খলার জন্য বাম-অতিবাম ও গেরুয়া শিবিরকে নিশানা করেছে। কুণাল ঘোষ সরাসরি এই বিক্ষোভের পেছনে বামেদের দায়ি করে গোটা বিক্ষোভকে প্রচার পাওয়ার সস্তা নাটক বলে তোপ দেগেছেন। এদিন লন্ডনের রাস্তায় ফের একবার সপরিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়ে যায় মুখ্যমন্ত্রীর। ছিলেন সৌরভ কন্যা সানাও। ৬ দিনের লন্ডন সফর শেষে আজই কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।