উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নীতি আয়োগের ওয়েবসাইটে ভারতের মানচিত্রে বাংলার জায়গায় দেখানো হয়েছে বিহারকে। ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক একটি ৪ পাতার রিপোর্টের প্রচ্ছদে ভারতের মানচিত্রের ছবিতে বাংলার জায়গায় বিহারের মানচিত্রকে হাইলাইট করা হয়েছে। যা নিয়ে বেজায় ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডলে বিষয়টি নিয়ে পোস্ট করে বলা হয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন সুমন বেরিকে চিঠি লিখে এনিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন।’
একই সঙ্গে তৃণমূলের দাবি, এই বিষয়ে একটি সরকারি ব্যাখ্যা প্রকাশ করে, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হোক। পাশাপাশি রিপোর্টটি সংশোধনের জন্য পদক্ষেপও নেওয়া হোক। ভবিষ্যতে এমন গুরুতর ভুল যাতে আর না ঘটে, তার জন্য কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়নের দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মনে করছেন, এমন ভুলের ফলে নীতি আয়োগের কাজের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, একই সঙ্গে নীতি আয়োগ প্রকাশিত বিভিন্ন রিপোর্টের মান এবং সেগুলি কতটা নির্ভুল এবং গ্রহণযোগ্য, তা নিয়েও সন্দেহ জাগে বলে চিঠিতে লিখেছেন মমতা।