উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিঘায় (Digha) জগন্নাথ মন্দির গড়ে দিয়েছে রাজ্য সরকার। যার জন্য উদ্যোগী হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার উত্তরবঙ্গের মানুষকে সেই জগন্নাথ মন্দির দর্শনের সুবিধে করে দিতে সোমবার শিলিগুড়ির শিল্প বৈঠক থেকে ভলভো বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করলেন মমতা। মঙ্গলবার এই বাস পরিষেবার উদ্বোধন হবে। এদিন উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে আলাপচারিতায় দিঘার প্রসঙ্গ ওঠে। জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মমতার প্রশংসা করেন শিল্পপতিরা। তখনই মুখ্যমন্ত্রী দিঘা পর্যন্ত বাস পরিষেবা চালুর কথা জানান।
মুখ্যমন্ত্রী বলেন, ‘শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ থেকে বাসগুলো ছাড়বে। এতে উত্তরবঙ্গের বাসিন্দারা খুব সহজেই দিঘার জগন্নাথধাম দর্শন করতে পারবেন।’ প্রত্যেক জেলা থেকে আপাতত ১ টি করে বাস ছাড়বে। তবে বাসের সময়সূচি এখনও জানা যায়নি। ভাড়ার কথাও পরে জানা যাবে। আগামীকাল, মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। সেখান থেকেই এই বাস পরিষেবা উদ্বোধন করার কথা রয়েছে।