উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার আড়ালে এনআরসি লাগু করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বেহালার স্বাধীনতা দিবসের ঠিক আগে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রশ্ন তোলেন ৫০ বছর আগে জন্ম নেওয়া মানুষ কোথা থেকে জন্মের সংশাপত্র পাবে। এদিন মমতা দাবি করেন, তৃণমূলই প্রথম ভোটার তালিকা ইস্যুতে প্রথম প্রতিবাদ করেছিল। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টেও তৃণমূলের তরফে মামলা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ভোটার তালিকা সংশোধনের জন্য যে নথি চাওয়া হচ্ছে তা সকলের কাছে সহজলভ্য নয়। তাঁর প্রশ্ন, “ক’জনের কাছে প্যান কার্ড বা পাসপোর্ট আছে? ১৯৮২ সালে যাঁরা জন্মেছেন, তাঁদের অধিকাংশেরই জন্ম বাড়িতে— তখন কি হাসপাতালে ডেলিভারি হত? আমারও তো জন্মশংসাপত্র নেই।’
যদিও সুপ্রিম কোর্ট আজ বিহারের যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের জন্য আধার কার্ডকে নথি হিসেবে গ্রাহ্য করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিচারপতি জয়মাল্য বাগচি ও সূর্য কান্তের বেঞ্চ জানায়, বাদ যাওয়া ৬৫ লক্ষ মানুষের নাম কারণ সহ জনসমক্ষে প্রকাশ করতে হবে। যাকে জয় হিসেবে দেখছে বিরোধী শিবির। এদিন মমতা সেই প্রসঙ্গে বলেন, ‘বিহারে খানিকটা ছাড় দিয়েছে শীর্ষ আদালত। বাংলার ক্ষেত্রেও ব্যাপারটা বিবেচনা করা হবে নিশ্চয়ই।’