উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। জানা গেছে, জ্বর ও পায়ে ব্যথার কারণে তাঁকে মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন খাড়গে। ৮৩ বছর বয়সি মল্লিকার্জুন খাড়গের বার্ধক্যজনিত কিছু সমস্যা আগে থেকেই রয়েছে। তাই জ্বর ও ব্যাথার কারণে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
এক কংগ্রেস নেতা জানান, মঙ্গলবার রাতে অসুস্থতার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন ভালো আছেন। চিন্তার কিছু নেই। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের উপর নজর রেখেছেন। আগামী ৭ অক্টোবর কোহিমায় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে খাড়গের। তবে অসুস্থতার জেরে সেই কর্মসূচি অনিশ্চিত হয়ে পড়ল বলেই মনে করা হচ্ছে।