Malda Tmc Mla | ‘খুনি, হত্যাকারী, মানুষখেকো’, প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ আব্দুর রহিম বকসির

Malda Tmc Mla | ‘খুনি, হত্যাকারী, মানুষখেকো’, প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ আব্দুর রহিম বকসির

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


সামসী: প্রধানমন্ত্রীকে খুনি, হত্যাকারী, মানুষখেকো বলে আক্রমণ করলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকসি। মঙ্গলবার বিকেলে রতুয়া-২ ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে SIR ও বাংলা ভাষাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস ও বাংলা বিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় দেশের প্রধানমন্ত্রীকে এমন কুরুচিকর’ ভাষায় আক্রমণ করেন রহিম বকসি। এদিনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিধায়ক আব্দুর রহিম বকসি ছাড়াও উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, দলের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস, দুই জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান শামসুল হক ও ব্লকের অন্যান্য নেতাকর্মীরা। এদিনের কর্মসূচিতে প্রায় কয়েক হাজার লোক সমাগম হয়েছিল।

আব্দুর রহিম বক্সি তার বক্তব্যে গোধরা কাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, ‘তখন গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি সে সময় একটি বিশেষ সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে বেছে বেছে খুন করা হয়েছিল। গর্ভবতী মাকেও ত্রিশূল দিয়ে খুন করেছিল তার বাহিনীরা।এদিকে উত্তরপ্রদেশের যোগী রাজ্যেও একশ্রেণীর মানুষকে বেছে বেছে খুন করা হচ্ছে। নির্বিচারের ধর্মস্থানগুলিকে ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনিবকসির দাবি, ‘এখানে আইনের শাসন চলে না, মনে হচ্ছে উত্তর প্রদেশ ভারতের বাইরে। আর এই যোগী প্রধানমন্ত্রীর খুব কাছের লোক।ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ তুলে আব্দুর রহিম বকসি বলেন, ‘দেশের স্বাধীনতায় বিজেপির কোন ভূমিকা নেই। দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলা ছিল ইংরেজ বিরোধী আন্দোলনের পীঠস্থান।বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে এবং অনেককে মেরে ফেলাও হয়েছে বলে অভিযোগ করেন তিনিবলেন, ‘বাংলাতে কথা বললেই সেখানে থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।গুজরাট কি বিজেপির বাপের রাজ্য বলেও কটাক্ষ করেছেন তিনি। মমতা ব্যানার্জিকে নেপালের মতো উৎখাতের হুঁশিয়ারি দেওয়ায় বিজেপি নেতা অর্জুন সিংকেও আক্রমণ করেন রহিম বকসি। তিনি বলেন, ‘এটা গুজরাট নয়, তার জামা খুলে গামছা পরিয়ে অর্জুনকে ধাওয়া করবে দলের ছেলেরা।’ যদিও বিজেপির উত্তর মালদা জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া রহিম বক্সির এসব মন্তব্যে আমল দিতে নারাজ। তিনি জানান, রহিম বকসি বিধানসভা ভোটের আগে উলটো পালটা কথা বলে বাজার গরম করতে চাইছেন। কিন্তু এসবে খুব একটা লাভ হবে না। তিনি হারবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *