মালদা: স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না, তা আগেই জানিয়েছিলেন জেলাশাসক। শুক্রবার মালদা জেলার (Malda) আরও চারটি নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল ও জরিমানার নির্দেশিকা জারি করল মালদা জেলা প্রশাসন।
জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে, গত ৮ মে মালদা শহরের বাশুলিতলা এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের সদস্যরা। বেশকিছু অসংগতি নজরে আসে প্রতিনিধি দলের সদস্যদের। ১৫ মে ফের চাঁচল ও সামসি এলাকার একাধিক নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের সদস্যরা। সেখানেও বেশ কিছু গাফিলতি নজরে আসে।
অবশেষে গত ১৬ মে ও ২০ মে নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারগুলির শুনানির পর নির্দেশিকা জারি করন অতিরিক্ত জেলাশাসক। সামসি পাওয়ার হাউস সংলগ্ন একটি নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের পরিষেবা ঠিক না হওয়া পর্যন্ত লাইসেন্স বাতিল ও ৫ লক্ষ টাকা জরিমানা, ওই এলাকারই আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা জরিমানা, চাঁচল গোবিন্দপাড়া এলাকার ডায়াগনস্টিক সেন্টারে ১ লক্ষ টাকা জরিমানা এবং মালদা শহরের বাশুলিতলা এলাকার ডায়াগনস্টিক সেন্টারে সিই লাইসেন্স বাতিল সহ ২ লক্ষ ৫০ হাজার জরিমানার নির্দেশিকা দেওয়া হয়েছে।
মৃত্যুর পরেও বিল বাড়াতে রোগীকে জীবিত বলে চিকিৎসা চালানোর অভিযোগ উঠেছিল সুজাপুরের এক নার্সিংহোমের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে হানা দিয়ে রোগীর মৃত্যু নিশ্চিত করে, তদন্তে নামে প্রশাসন। শুক্রবার বিকেলে নার্সিংহোম কর্তৃপক্ষকে নিয়ে শুনানির পর সিই লাইসেন্স বাতিল করা সহ রোগী ভর্তি বন্ধ করার নির্দেশিকা জারি করল মালদা জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ জানান, একাধিক গাফিলতিতে ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে সাত লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এখন থেকেই নতুন রোগী ভর্তি বন্ধ রেখে ৭২ ঘণ্টার মধ্যে নার্সিংহোম বন্ধ করার নির্দেশিকাও দেওয়া হয়েছে। চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে ৭২ ঘন্টার মধ্যে সরকারি হাসপাতালে স্থানান্তর করার নির্দেশিকাও জারি করা হয়েছে। পাশাপাশি ওই নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতা থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।