Malda | লেগেছে আধুনিকতার ছোঁয়া, মালদা টাউন স্টেশনে বিমানবন্দরের রূপ

Malda | লেগেছে আধুনিকতার ছোঁয়া, মালদা টাউন স্টেশনে বিমানবন্দরের রূপ

খেলাধুলা/SPORTS
Spread the love


হরষিত সিংহ, মালদা: এক ঝলকে দেখে মনেই হতে পারে, এ যেন কোনও বড়সড়ো বিমানবন্দর (Airport)। কিন্তু না, কার্যত বিমানবন্দরের ধাঁচে আধুনিকতার ছোঁয়া লেগেছে মালদা টাউন স্টেশনে। এখন থেকেই যাত্রীদের মন ছুঁয়ে যাচ্ছে। অনেকেই দীর্ঘদিন বাদে মালদা টাউন স্টেশনে এসে অবাক হচ্ছেন (Malda)। ঝাঁ চকচকে যাত্রী প্রতীক্ষালয় থেকে প্ল্যাটফর্ম। বইছে আলোর বন্যা।

স্টেশনের ভবন, সদর গেট সহ যাত্রীদের ওয়েটিং রুম, প্ল্যাটফর্ম, ফুড কোর্টের কাজ শেষ হয়েছে। স্টেশন ভবনের বিভিন্ন দেওয়ালে সৌন্দর্য বৃদ্ধির জন্য গৌড়বঙ্গের ঐতিহ্যবাহী বিভিন্ন ছবি আঁকা হচ্ছে। যা দেখে রেলযাত্রী অজিত কর্মকার বলে ওঠেন, ‘প্রায় আট মাস পর মালদায় আসলাম। স্টেশনে নেমেই অবাক হই। এত ঝাঁ চকচকে স্টেশন অন্য রাজ্যেও নেই।’ একই সুরে অপর এক যাত্রী মিনতি মিশ্র বলেন, ‘প্রথমে দেখে মনে হচ্ছে কোনও বিমানবন্দরে এসে পৌঁছেছি। খুব ভালো লাগছে।’

অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই আধুনিক বিভিন্ন পরিষেবা চালু করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা। বিশেষভাবে সক্ষম যাত্রীরা যেন কোনওরকম সমস্যায় না পড়েন। চলাফেরার সুবিধার জন্য স্টেশনের বিশেষ কিছু জায়গায় বসানো হয়েছে আধুনিকমানের টাইলস। বিশেষ করে টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মগুলিতে। এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী বা রোগীদের যাতায়াতের সুবিধার জন্য প্রায় প্রতিটি প্ল্যাটফর্মেই ওঠা-নামার সুবিধার জন্য তৈরি হয়েছে  র‍্যাম্প।

গত বছর অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশন সংস্কারের কাজ শুরু হয়েছিল। সেই সময় রেলের তরফে লক্ষ্য নেওয়া হয়েছিল ২০২৫ সালের প্রথমদিকেই কাজ সম্পন্ন করার। কিন্তু সম্পন্ন হয়নি। মালদা রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, আগামী মার্চ মাসের মধ্যে স্টেশন সংস্কারের কাজ শেষ হবে। এই মুহূর্তে শেষপর্যায়ের কাজ চলছে। রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার মণীশকুমার গুপ্তার আশ্বাস, ‘আগামী মার্চ ২০২৫ এর মধ্যে সমস্ত কাজ শেষ হবে।’

ডিআরএম আরও বলেন, ‘অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে। কাজ প্রায় শেষের দিকে। যাত্রী পরিষেবা আরও বেশি স্বাচ্ছন্দ্যের করা হচ্ছে।’ একটি সূত্র জানাচ্ছে, স্টেশন চত্বরের মধ্যে থাকা খাবারের দোকানগুলিরও আধুনিকীকরণ করা হয়েছে। স্টেশনের বাইরে যানজট সমস্যা মোকাবিলায় প্রবেশ ও বাহির পথ আলাদা করা হচ্ছে। এতে করে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *