Malda | রামনবমীর মিছিলে লাড্ডু দেবেন আসিফরা

Malda | রামনবমীর মিছিলে লাড্ডু দেবেন আসিফরা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


জসিমুদ্দিন আহম্মদ, মালদা: সম্প্রীতির বার্তা দিতে রামনবমীর মিছিলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়াচ্ছে শহর মুসলিম কমিটি আটকোশী। শহরের ফোয়ারা মোড়ে টেন্ট করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রামনবমীতে অংশগ্রহণকারী মানুষদের মধ্যে পানীয় জল, চকোলেট ও লাড্ডু বিতরণ করবেন। এই কর্মসূচির রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার সন্ধ্যায় সুভাষপল্লি ইদগাহ ময়দানে জরুরি বৈঠকে বসার কথা শহর মুসলিম কমিটির কর্মকর্তাদের। মালদা (Malda) শহরে রামনবমী (Ramnavami) নিয়ে মুসলিম সম্প্রদায়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ।

বুধবার আটকোশীর সম্পাদক মহঃ আসিফ হোসেনের কথায়, ‘মালদা শহরে বরাবরই সম্প্রীতির আবহ বিরাজ করে। শুধু রামনবমী বা ইদ বলে নয়, আমরা উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরের উৎসবে শামিল হয়ে থাকি। মোথাবাড়ির ঘটনা যারাই ঘটিয়ে থাকুক না কেন এটা আমাদের কাছে লজ্জা। গোটা জেলায় সম্প্রীতির বার্তা দিতে আমরা রামনবমীতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। মিছিলে অংশগ্রহণকারী মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হবে। দেওয়া হবে চকোলেট ও লাড্ডু। আগামীকাল ইদগাহ মাঠে শহরের ৩১টি মুসলিম মহল্লার মানুষদের নিয়ে বৈঠকে বসতে চলেছি।’

অন্যদিকে, রামনবমীর মিছিল নিয়ে শহর মুসলিম কমিটির ভাবনাকে স্বাগত জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ। সংগঠনের শাখা সম্পাদক তাপস সুকুল জানান, ‘রামনবমীর মিছিলে যে কোনও মানুষ অংশগ্রহণ করতে পারেন। রাম কারওর একার নয়। রাম সকলের।’ রামনবমী উদযাপন কমিটির তরফে কাজল গোস্বামী বলেন, ‘মোথাবাড়ির ঘটনার কোনও প্রভাব রামনবমীর মিছিলে পড়বে না। আমরা সমস্ত নিয়ম মেনে মিছিলের আয়োজন করছি। অতীতেও আমাদের মিছিলের প্রতি সমস্ত ধর্মবর্ণের মানুষের সমর্থন ছিল, এবারেও তার ব্যতিক্রম হবেনা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *