Malda | রথে এবারও মালদায় আসবেন বিদেশিরা 

Malda | রথে এবারও মালদায় আসবেন বিদেশিরা 

শিক্ষা
Spread the love


জসিমুদ্দিন আহম্মদ, মালদা: আগামী শুক্রবার গোটা দেশের সঙ্গে মালদা (Malda) শহরেও রথের দড়িতে টান পড়বে। রথের (Ratha Yatra) দড়িতে হাত লাগাতে শহরে ছুটে আসতে চলেছেন বহু বিদেশি ভক্ত। হরিনাম সংকীর্তন ও নৃত্যের মহাসমারোহে ইসকনের রথযাত্রায় মালদা শহরে বইবে জনস্রোত। সেই উপলক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন ইসকনের কর্মকর্তারা। জগন্নাথ, বলদেব ও সুভদ্রার অস্থায়ী মণ্ডপ তৈরি করা হচ্ছে রামকৃষ্ণপল্লি ময়দানে। উলটো রথ পর্যন্ত ধর্মীয় সংকীর্তন ও মেলা চলবে।

মালদা শহরে রথের মেলা মানে প্রথমেই নাম আসে মকদুমপুর রথঘরের। প্রায় দুইশো বছরের ঐতিহ্য রয়েছে রথযাত্রার ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে। যদিও সেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পরিবর্তে রাধাকৃষ্ণের বিগ্রহ রথে আসীন হয়। তবে বিগত দুই দশক ধরে মালদা শহরে ইসকন পরিচালিত রথযাত্রা উৎসব ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। শহরের নেতাজি মোড় লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে জগন্নাথ দেবের নবযৌবন যাত্রা শুরু হয়। ৩টি রথে সওয়ার হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। লক্ষাধিক মানুষের দড়ির টানে রথ নগর পরিক্রমা করে রামকৃষ্ণপল্লিতে অবস্থিত মাসির বাড়িতে শেষ হয়। রামকৃষ্ণপল্লি ময়দানে চলে ধর্মীয় সংকীর্তনের আসর। সেখানে এক সপ্তাহ ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার মানুষের সমাগম হয় এই মেলায়।

ইসকনের মালদা জেলা সম্পাদক অমিতকিরণ দাস বলেন, ‘রথযাত্রা উৎসবের প্রস্তুতি এখন শেষ লগ্নে। এবছর ইসকনের পরিচালনায় মালদা রথযাত্রা ২১তম বর্ষে পদার্পণ করল। আগামী শুক্রবার দুপুর ১২টায় রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। গোলাপট্টি থেকে ফোয়ারা মোড়, গৌড় রোড মোড় হয়ে কেজে সান্যাল রোড, রবীন্দ্র অ্যাভিনিউ, রথবাড়ি হয়ে স্টেশন রোড, কানির মোড়, সুকান্ত মোড় পরিক্রমা করে রথযাত্রা রামকৃষ্ণপল্লিতে প্রবেশ করবে। ৫ জুলাই উলটো রথের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বিদেশি ভক্তরা প্রতিবছরই রথের টানে মালদায় ছুটে আসেন। এবছরও আসবেন বলে আশা করছি।’

অন্যদিকে, রামকৃষ্ণপল্লি ময়দানের ধর্মীয় সংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি নিয়ে চরম ব্যস্ত ইংরেজবাজার পুরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু। তিনি বলেন, ‘রথযাত্রা থেকে উলটো রথ পর্যন্ত লক্ষাধিক মানুষের সমাগম হয় রামকৃষ্ণপল্লি ময়দানে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থা ওই এলাকায় বাড়ানোর আবেদন জানিয়েছি আমরা। এছাড়া শতাধিক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে অনুষ্ঠানকে ঘিরে। থাকবে সহায়তাকেন্দ্র।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *