জসিমুদ্দিন আহম্মদ, মালদা: রথবাড়ি মোড়ে যানজটে রাশ টানতে জোড়া ফুট ওভারব্রিজ গড়ে তুলবে ইংরেজবাজার পুরসভা (English Bazar Municipality)। পরিকল্পনায় রয়েছে চলমান সিঁড়িযুক্ত ফুটব্রিজও। পিডব্লিউডির তত্ত্বাবধানে রথবাড়ি পাঁচমাথা মোেড় এই কাজ দ্রুত শুরু হতে চলেছে। সম্প্রতি ইংরেজবাজার পুরসভা, মালদা জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ ও পিডব্লিউডির বাস্তুকারদের নিয়ে রথবাড়ি চত্বর পরিদর্শন করা হয়। ফুট ওভারব্রিজের দিক চিহ্নিতকরণ সহ রথবাড়ির সঙ্গে সংযুক্তকারী রাস্তাগুলিকে যানজটমুক্ত আধুনিক মোড়ে রূপান্তরের বিষয়টিও খতিয়ে দেখা হয়।
মালদা (Malda) শহরের যানজট সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের ফুটপাথ ব্যবসায়ীদের দখলে, লাগামছাড়া টোটোর দাপটে শহরের দমবন্ধ হওয়ার অবস্থা। যানজটমুক্ত শহর গড়তে মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০২৪ সালের জুনে পুরসভা, জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে দফায় দফায় বৈঠক এবং সরেজমিনে শহর পরিদর্শন করে। যানজট সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু হিসেবে উঠে আসে শহরের রথবাড়ির পাঁচমাথা মোড়। রথবাড়িকে আধুনিক মোড়ে রূপান্তরিত করতে একগুচ্ছ প্রস্তাব নেওয়া হয় পুরসভার তরফে।
সিদ্ধান্ত হয়, রথবাড়ি মোড় থেকে ১৫০ মিটার ব্যাসার্ধ এলাকা সম্পূর্ণভাবে খালি করে দেওয়া, বাসের যাত্রী প্রতীক্ষালয়গুলি রথবাড়ি মোড় থেকে সরানো হবে। ব্যবসায়ীদের সরানো হবে ফুটপাথ থেকে। তিনটি ফুট ওভারব্রিজ করা হবে পথচারীদের পারাপারের জন্য। যার মধ্যে একটি চলমান সিঁড়িযুক্ত ফুটব্রিজ। এই প্রস্তাব ২০২৪ সালের জুন মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মালদা জেলা প্রশাসন মারফত ইংরেজবাজার পুরসভা পাঠায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যের তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। ঠিক হয়, পুরসভা ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পিডব্লিউডি কাজগুলি করবে। সম্প্রতি পিডব্লিউডির বাস্তুকারদের নিয়ে পুর প্রতিনিধিদল রথবাড়ি মোড় পরিদর্শন করে। দ্রুত রথবাড়িকে আধুনিক মানের মোড়ে রূপান্তরিত করার কাজে হাত লাগাতে চলেছে পিডব্লিউডি।
রথবাড়ি নিয়ে পুরসভা ও জেলা প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন মালদা শহরবাসী। নির্মল কর্মকার নামে এক শহরবাসী বলেন, রথবাড়িতে কলকাতার মতো ফুটব্রিজ হলে রাস্তা পারাপারের সমস্যা আর থাকবে না। নন্দিনী সাহা নামে এক প্রৌঢ়া বলেন, ‘বাইক, টোটো, ভুটভুটির সঙ্গে পথচারীদেরও রাস্তা পারাপার করতে হয়। প্রাণ হাতে নিয়ে পারাপারের এই দুশ্চিন্তা দূর হবে ফুটব্রিজ তৈরি হলে।’
ইংরেজবাজার পুরসভার সিআইসি শুভময় বসু জানান, এখনই তিনটি ফুটব্রিজ হবে না, দুটো করা হবে। এই কাজ শুরুর আগেই রথবাড়ি মোড়ের ১৫০ মিটার ব্যাসার্ধে সমস্ত জবরদখল তুলে ফেলা হবে। বিচিত্রা সিনেমা হলের দিক থেকে গনি খান মূর্তি হয়ে স্টেশন রোড পর্যন্ত প্রথম ফুটব্রিজ এবং মালদা কলেজ অডিটোরিয়ামের দিক থেকে দ্বিতীয় ফুট ব্রিজ ফোর লেন ক্রস করবে। মূল মোড় থেকে সমস্ত ধরনের যানবাহনের স্ট্যান্ড দূরে সরিয়ে ফেলা হবে। রথবাড়ি যানজটমুক্ত হলে তার প্রভাব শহরের অন্যান্য রাস্তায় পড়বে।