Malda | মৃত্যুর পরও আইসিইউতে রেখে দেওয়া হল রোগীকে! বড় অভিযোগ মালদার নার্সিংহোমের বিরুদ্ধে

Malda | মৃত্যুর পরও আইসিইউতে রেখে দেওয়া হল রোগীকে! বড় অভিযোগ মালদার নার্সিংহোমের বিরুদ্ধে

খেলাধুলা/SPORTS
Spread the love


মালদা: বিলের পরিমাণ বাড়াতে মৃত রোগীকে আইসিইউতে ফেলে রাখার অভিযোগ উঠল মালদার (Malda) সুজাপুরের এক নার্সিংহোমের বিরুদ্ধে। রোগীর পরিবারের থেকে অভিযোগ পেয়ে এদিন কালিয়াচকের সুজাপুর এলাকায় হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম। সার্ভেলেন্স টিমে থাকা দুই সরকারি চিকিৎসক রোগীকে দেখে অনুমান করেন, অন্তত পাঁচ ঘণ্টা আগে ওই রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই রোগীর পরিবারের তরফে কালিয়াচক থানা সহ জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

গত শুক্রবার গল ব্লাডারের অপারেশনের জন্য কালিয়াচকের (Kaliachak) সুজাপুর এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় মহম্মদ সাকিরুল ইসলামকে। সাকিরুলের বাড়ি মানিকচকের (Manikchak) এলাহিটোলা এলাকায়। সাকিরুলের দিদি কুলসুম খাতুন কালিয়াচক থানায় লিখিত অভিযোগে জানান, শনিবার নার্সিংহোম কর্তৃপক্ষ মাইক্রো সার্জারির জন্য পরিবারের অনুমতি নেয়। কিন্তু চিকিৎসক সেই সার্জারিতে ব্যর্থ হওয়ায় অনুমতি ছাড়াই ওপেন সার্জারি করেন। নার্সিংহোমের তরফে পরিবারের লোকেদের জানানো হয়, সাকিরুল সুস্থ রয়েছে তবে জ্ঞান না ফেরায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু অস্ত্রোপচারের পর থেকে পরিবারের লোকেদের আর সাকিরুলকে দেখতে দেওয়া হয়নি। সন্দেহ হওয়ার সোমবার দুপুরে পরিবারের লোকজন অনলাইনে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে সন্ধেয় পুলিশ সহ চার সদস্যের প্রতিনিধি দল নার্সিংহোমে হানা দেয়। সরকারি চিকিৎসকরাই ওই রোগীকে মৃত ঘোষণা করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *