হরিশ্চন্দ্রপুর: ওডিশার পর এবার হরিয়ানায় (Haryana) বাংলাদেশি সন্দেহে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের সাত পরিযায়ী শ্রমিককে (Migrant Employees) আটক, হেনস্তার অভিযোগ উঠল। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। আটক শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম। শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি তুলেছেন পরিবারের লোকেরা।
স্থানীয় এবং প্রশাসন সূত্র জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকার আজমল হোসেন, লোকমান আলি, উসমান আলি, মানিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, পসেন দাস, অভিজিৎ দাস হরিয়ানায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তাদের কাছে বৈধ নথিপত্রও রয়েছে। অভিযোগ, তারপরও গতকাল রাতে সেখানকার পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়। ডিটেনশন ক্যাম্পে রেখে তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। দেওয়া হচ্ছে না খাবার। তাঁদের ভোটার, আধার কার্ড সমস্ত কিছু দেখানো হলেও ছাড়া হচ্ছে না। এদিকে আতঙ্কে রাতের ঘুম উড়েছে পরিবারের লোকেদের। এনিয়ে এদিন এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা। পাশে দাঁয়েছে গোটা গ্রাম। অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এই হেনস্তা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। যদিও বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক সম্পাদক অজয় গঙ্গোপাধ্যায়ের দাবি, তৃণমূল ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশকারীদের জায়গা দিয়েছে। যাঁরা শুধু বিজেপি শাসিত না, অন্য রাজ্য থেকেও গ্রেপ্তার হচ্ছে। তাঁদের মধ্যেই কখনও বাংলার কিছু মানুষকে হেনস্তার শিকার হতে হচ্ছে। এর দায় তৃণমূলের। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, ‘আমরা জেলা প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি।’