Malda | মালদায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ! চলল গুলি, জখম ২

Malda | মালদায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ! চলল গুলি, জখম ২

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মালদা: দুই গোষ্ঠীর মধ্যে গোলাগুলি মালদায় (Malda)! এর জেরে গুলিবিদ্ধ হলেন অসীম মণ্ডল নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি মালদা শহর সংলগ্ন একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। আহত হয়েছেন বিকাশ মণ্ডল নামে আরও একজন। কালিয়াচকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

অসীমের ভাই চিরঞ্জিত মণ্ডল জানিয়েছেন, রামনগর এলাকায় একটি মদের কাউন্টার আছে। ওই এলাকা দিয়ে অসীম ও বিকাশ বাড়ি ফিরছিলেন। সেইসময় ছয়-সাতজনের একটি দুষ্কৃতী দল দু’জনের উপর হামলা চালায় বলে অভিযোগ। অসীমের গায়ে গুলি লেগেছে বলে দাবি তাঁর ভাইয়ের। বিকাশকে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কী কারণে এমন ঘটনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ (Police)। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের জেরে জখম হয়েছেন দুই ব্যক্তি। অসীমের গুলির আঘাত রয়েছে, অন্যজন হাঁসুয়ার আঘাতে জখম হয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

সম্প্রতি বৈষ্ণবনগর থানা এলাকায় মদের আসরে শুটআউটের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজনের। জখম হন আরও একজন। রাধানাথ টোলার বাসিন্দা নিরঞ্জন দাসের বাড়িতে মদের আসরে কোনও কারণে বচসা হয়। সেইসময় নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে নিরঞ্জন ও বীরনগর গ্রামেরই বাসিন্দা প্রদীপ কর্মকারকে, নিমাই ঘোষ নামে একজন গুলি করে বলে অভিযোগ উঠেছিল। তার আগে গত ২ জানুয়ারি মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুন হন। এরপর কালিয়াচকে এক তৃণমূল কর্মীকেও প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। অন্যদিকে সম্প্রতি এক ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। মালদায় বারবার এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণের মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *