Malda | মালদাকে আরেকটি অমৃত ভারত এক্সপ্রেস

Malda | মালদাকে আরেকটি অমৃত ভারত এক্সপ্রেস

শিক্ষা
Spread the love


সৌম্যজ্যোতি মণ্ডল, মালদা: ফের মালদাবাসীকে (Malda) আরেকটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Specific) উপহার রেলের। মালদা টাউন-গোমতীনগর অমৃত ভারত এক্সপ্রেস আপাতত সপ্তাহে একদিন চলবে। রেলপথে মালদার সঙ্গে লখনউয়ের যোগাযোগ দৃঢ় হওয়ায় উপকৃত হবেন জেলার রেশম ব্যবসায়ীরা। তবে, ট্রেনের উদ্বোধনের দিন এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, শুক্রবার গোমতীনগর থেকে ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ট্রেন ছাড়বে মালদা টাউন স্টেশন থেকে। রয়েছে চারটি স্টপ। ভাগলপুর, কিউল, নিউ ওয়েস্ট কেবিন এবং মালহারপুর। পরদিন দুপুর ৩টা ৪০ মিনিটে ট্রেন পৌঁছাবে গোমতীনগর স্টেশনে। শুক্রবার গোমতীনগর থেকে ছাড়বে সন্ধে ৬টা ৪০ মিনিটে। শনিবার মালদা টাউন স্টেশনে পৌঁছাবে বিকাল ৪টা ৪০ মিনিটে। পূর্ব রেলের অধীনে ২২টি অত্যাধুনিক এলএইচবি কোচের এই ট্রেনে স্লিপার ও অসংরক্ষিত কামরা থাকছে। শুধু ব্যবসায়ীরা নন, জেলার পর্যটক এবং পুণ্যার্থীদেরও সুবিধা হবে নতুন ট্রেন চালু হওয়ায়। কারণ গোমতীনগর থেকে অযোধ্যার দূরত্ব বেশি নয়। ডিআরএম মণীশকুমার গুপ্তা বলেন, ‘এর মধ্যেই আমরা যাত্রীদের জন্য বিজ্ঞপ্তি জারি করব। ওই রুটে যাত্রী চাহিদা এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে রেলমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।’

উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর বক্তব্য, ‘আমি আগেই এই রুটে ট্রেনের জন্য রেলমন্ত্রককে চিঠি দিয়েছিলাম। আমাদের রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাব। আমাদের আমলে মালদা এর আগেই বন্দে ভারত এবং অমৃত ভারত এক্সপ্রেস পেয়েছে। রাজধানীর স্টপ পেয়েছে।’

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, ‘খুব ভালো খবর। জেলার মানুষের সুবিধা হবে। সিল্কের ব্যবসা সমৃদ্ধ হবে। আমরা চাইব, সপ্তাহে তিনদিন এই ট্রেন চালানো হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *