মালদা: মালদায় (Malda) ফের চলল গুলি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর দুই রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ (Injured) হয়েছেন এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকায়। পুলিশ ইতিমধ্যেই চারজনকে আটক করেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। শনিবার রাতে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি দেখতে পান একদল যুবক ঝামেলা করছে। কী নিয়ে ঝামেলা চলছে তা জিজ্ঞাসা করতে গিয়েই নেমে আসে বিপদ। এরপরই পকেট থেকে বন্দুক বের করে পরপর দুই রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। বিল্পব ঘোষের বাম হাতে গুলি লাগে। তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল এই ঘটনার পর থেকেই পলাতক। চারজনকে আটক করে করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
এদিকে এই ঘটনার পরই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। প্রথমবার এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় বাসিন্দারা আতঙ্কিত। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। সেই সঙ্গে রাত হলেই বসছে নেশার আসর। ফলে তাঁরা আতঙ্কে রয়েছেন। পুলিশ প্রশাসন কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না, এনিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।