হরষিত সিংহ, মালদা: রবিবার গভীর রাতে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে (Video Name) কথা বলছিলেন মালদা (Malda) শহরের মহেশমাটি এলাকার বাসিন্দা গোলাম শেখ। পুজোর পরই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে কথায় কথায় সেদিন কোনও কারণে প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হয়েছিল তাঁর। তারপর প্রথমে হাত কাটেন ও পরে প্রেমিকা ভিডিও কলে থাকাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ। সেই দৃশ্য দেখে তড়িঘড়ি তাঁর বাড়িতে ছুটে গিয়ে পরিবারকে গোলামের আত্মঘাতী হওয়ার কথা জানান প্রেমিকা। তবে দেহ উদ্ধারের সময় তিনি ঘরে ঢুকে গোলামের ফোন থেকে সমস্ত তথ্যপ্রমাণ মুছে দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।
পরিবারের লোকেরা গোলামকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ২৪ বছরের গোলামের মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। গোলামের মা রানি বিবি জানান, তিনি মালদা শহরের একটি কাপড়ের দোকানে কাজ করেন। রবিবার কাজ থেকে ফিরে তিনি নিজের ঘরে ঘুমাতে যান। গভীর রাতে গোলামের প্রেমিকা এসে এই ঘটনাটি জানান। তারপরই ছেলেকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান রানি।
মহেশমাটি এলাকার বাসিন্দা এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল গোলামের। বছর পাঁচেক আগে প্রথম সম্পর্ক ভেঙে যাওয়ার পর গোলামের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন প্রেমের পর, দুই পরিবারের তরফেই তাঁদের সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল। কিন্তু, হঠাৎ কী কারণে তিনি আত্মঘাতী হলেন সেবিষয়ে এখনও কিছুই স্পষ্ট নয়। তবে মৃতের মোবাইল থেকে তাঁর সঙ্গে সম্পর্কের সমস্ত প্রমাণ মুছে দেওয়ায় পরিবারের অভিযোগের তির সেই তরুণীর দিকেই।
পরিবারের সদস্যদের দাবি, সেদিন রাতে ভিডিও কলে তাঁদের মধ্যে কোনও বিষয়ে কথা কাটাকাটি হয়। যার জেরেই প্রথমে হাত কেটে ও পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথ বেছে নেন গোলাম। এবিষয়ে মৃতের জামাইবাবু খাইরুল হালদার বলেন, ‘রাত প্রায় তিনটে নাগাদ ওদের মধ্যে ভিডিও কলে কথাবার্তা চলছিল। কোনও বিষয়ে ওদের নিজেদের মধ্যে বিবাদ বাধে। তখনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে যায় গোলাম। কিন্তু বিবাদ আত্মহত্যা পর্যন্ত গেল কী করে, বুঝতে পারছি না। মেয়েটি গোলামকে প্ররোচনাও দিয়ে থাকতে পারে। নয়তো বাড়ি এসে গোলামের মোবাইল থেকে সমস্ত কিছু ডিলিট করে দেবে কেন? এই বিষয়ে আমরা তার শাস্তি চাই। আমরা জলদিই তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব।’