Malda | পুলিশ দেখেই পালানোর চেষ্টা, অসমের কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার মালদায়  

Malda | পুলিশ দেখেই পালানোর চেষ্টা, অসমের কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার মালদায়  

ব্লগ/BLOG
Spread the love


মালদা: ফিলমি কায়দায় ধাওয়া করে অসমে একাধিক মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের ১৮ মাইল টোল প্লাজা এলাকায়৷ ধৃতদের নাম ধর্মেশ্বর রায় ও অঞ্জন কলিতা৷ বাড়ি অসমের কামরূপ গ্রামীণ জেলায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্মেশ্বরের নামে অসমে প্রায় ১৭টি মামলা রয়েছে৷ ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, “গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আমরা নাকা চেকিং শুরু করেছিলাম৷ বৈষ্ণবনগর থানা এলাকায় একটি গাড়িতে চেকিং চালানোর সময় হঠাৎ করে পেছনে থাকা গাড়ি পিছিয়ে যায়৷ তারপর সাইড গ্রিল ভেঙে পালানোর চেষ্টা করে৷ আমাদের কর্মীরা ওই গাড়ির পিছু নেয়৷ ওই গাড়ির একটি চাকা ভেঙে যাওয়ায় গাড়িতে থাকা লোকজন গাড়ি ছেড়ে আমবাগানে পালিয়ে যায়৷ আমবাগান থেকে আমরা দু’জনকে গ্রেপ্তার করেছি৷ ওই গাড়িতে আরও একজনের থাকার সম্ভাবনা রয়েছে৷ আমরা তার খোঁজ চালাচ্ছি৷”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *