মালদা: পাচারের আগেই ৮১৪ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল গৌড় মালদা স্টেশন সংলগ্ন এলাকায় হানা দেয়। সেখান থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুই ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ৮১৪ গ্রাম ব্রাউন সুগার। ধৃতদের নাম মহিবুর শেখ (৩৪) ও মহম্মদ ফিরোজ শেখ (২১)। দু’জনেরই বাড়ি কালিয়াচকের বালিয়াডাঙা এলাকায়। সূত্রের খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার তারা কার থেকে নিয়েছিল, কাকে তা দেওয়ার কথা ছিল, এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে? এই সব বিষয়গুলি জানতে ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন করে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।