Malda | নাবালিকাকে যৌন নির্যাতন-খুনে দোষী সাব্যস্ত প্রেমিক! যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

Malda | নাবালিকাকে যৌন নির্যাতন-খুনে দোষী সাব্যস্ত প্রেমিক! যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

শিক্ষা
Spread the love


মালদা: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় (Minor woman sexual assault and homicide case) প্রেমিককে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত (Malda)। ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে সোমবার দোষী সাব্যস্ত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন মালদা জেলা আদালতের পকসো কোর্টের বিচারক রাজীব সাহা।

আইনজীবী অসিতবরণ বোস জানান, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই নাবালিকার সঙ্গে সামিম আকতার নামে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। আর সেই থেকেই দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। ঘটনার রাতে সামিম ওই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকি যৌনাঙ্গে নির্যাতন চালায়। পরে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে সামিম। সেই সঙ্গে প্রমাণ লোপাটে মৃতদেহে ইট বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।

এই ঘটনায় ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে সোমবার মালদা জেলা আদালত সামিম আকতারকে দোষী সাব্যস্ত করে। পাশাপাশি তার বাবাকে বেকসুর খালাস করে। পকসো কোর্টের বিচারক সামিমকে যে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন, তা ওই নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *