মালদা: মালদায় (Malda) তৃণমূল নেতা দুলাল সরকার (Dulal Sarkar) খুনের ঘটনায় অন্যতম ‘ফেরার’ অভিযুক্ত বাবলু যাদব শুক্রবার মালদা জেলা আদালতে আত্মসমর্পন করল। সূত্রের খবর, এতদিন ভাগলপুরের গোপন ডেরায় আশ্রয় নিয়েছিল সে। বাবলুর খোঁজে জেলা পুলিশের তরফে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তার খোঁজে জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছিল। অবশেষে বাবলু ধরা পড়ায় স্বস্তিতে জেলা পুলিশ।
গত জানুয়ারিতে বাড়ির সামনে গুলিবিদ্ধ (Malda Shootout) হয়েছিলেন মালদা তৃণমূল কংগ্রেসের নেতা (TMC chief) বাবলা ওরফে দুলাল সরকার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিজের কারাখানার দিকে যাচ্ছিলেন দুলালবাবু। কারখানার সামনে গাড়ি থেকে নামতেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। যার মধ্যে তিনটে গুলিই দুলাল সরকারের গায়ে গিয়ে লাগে। এরপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এদিকে সুযোগ বুঝেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পরই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ।
ঠিক কী কারণে তাঁকে খুন করা হয়, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ওই ঘটনায় আগেই ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে শহর টাউন তৃণমূলর কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। এবার অন্যতম অভিযুক্ত বাবলু যাদব আত্মসমর্পণ করল।