সামসী: দিল্লিতে কাজে গিয়ে ৭ মাস ধরে নিখোঁজ মালদার চাঁচল-২ ব্লকের সাহুরগাছি গ্রামের বাসিন্দা সামিরুল হক। ফলে চরম উদ্বেগের মধ্যে দিন কাটছে সামিরুলের পরিবারের। সামিরুল বাড়ি থেকে আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড নিয়ে যেতে ভুলে গিয়েছে। ফলে উদ্বেগ আরও বেড়েছে।
রবিবার চাঁচল থানায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন সামিরুলের মা বানু বিবি ও বাবা সাহাবুদ্দিন। অসহায় মা বানু বিবির বক্তব্য, দিল্লিতে উপার্জন করে বাড়িতে টাকা পাঠানোর কথা ছিল ছেলের। কিন্তু টাকা পাঠানো তো দূরের কথা, সাতমাস ধরে পরিবারের সঙ্গে কোন প্রকার যোগাযোগ নেই ছেলের। সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগের কথা শুনেছেন তাঁরা।
তাঁদের আশঙ্কা হয়তো অন্য শ্রমিকদের মতো সামিরুলকেও পুলিশ ক্যাম্পে আটক করে রেখেছে। এদিকে ছেলের অবর্তমানে তার দুই সন্তান ও বৌমার দেখাশোনা করতে গিয়ে হিমশিম অবস্থা পরিবারটির। চাঁচল -২ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী সামিরুলের অসহায় পরিবারকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসিও সামিরুলের খোঁজ পেতে পুলিশের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।