Malda | জ্বরে কাবু মালদা, সতর্ক প্রশাসন 

Malda | জ্বরে কাবু মালদা, সতর্ক প্রশাসন 

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


অরিন্দম বাগ, মালদা: আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে জ্বরে কাবু মালদা (Malda)। প্রতিদিন প্রায় শতাধিক মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মালদা মেডিকেলের (Malda Medical School & Hospital) বহির্বিভাগে চিকিৎসার জন্য আসছেন। এই মুহূর্তে জ্বর নিয়ে মালদা মেডিকেলে ১৮ জন ভর্তি রয়েছেন। তার মধ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১। গত দুই সপ্তাহে ডেঙ্গি পজিটিভের সংখ্যা অনেকটা কমেছে।

সপ্তাহ দুয়েক আগে মালদা জেলাজুড়ে ডেঙ্গি (Dengue) যেভাবে চোখ রাঙিয়ে উঠেছিল তাতে চিন্তিত হয়ে পড়েছিল জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। এখন তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি প্রশাসনের। তবে এখনই এ নিয়ে রিল্যাক্স মুডে যেতে রাজি নয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। যেভাবে গত কয়েক সপ্তাহে জোরকদমে ডেঙ্গি রোধে কর্মসূচি নেওয়া হচ্ছিল, সেই পদ্ধতি মেনেই চলার নির্দেশিকা বহাল রয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের এক বিশেষজ্ঞ প্রতিনিধিদল মালদা জেলায় এসে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি বছর মালদা জেলাজুড়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ২৫৬ জন। গত তিন সপ্তাহে যেখানে শতাধিক ডেঙ্গি পজিটিভ ধরা পড়েছিল, সেখানে গত সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৫ জন। গত বছর শুধুমাত্র জুলাই মাসে জেলাজুড়ে ১৭৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। চলতি জুলাই মাসে সেখানে আক্রান্তের সংখ্যা ৯২।

চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গি ধরা পড়েছে ইংরেজবাজারে। ইংরেজবাজার ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৬। তার পরেই রয়েছে মানিকচক (২৯), কালিয়াচক-২ (২৮) ও কালিয়াচক-১ (২৭) ব্লক। এই এলাকাগুলিতে গ্রাম পঞ্চায়েত এলাকা ধরে ধরে ডেঙ্গি নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, ‘কয়েক সপ্তাহ আগে ডেঙ্গি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেই জায়গা থেকে আমরা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ইতিমধ্যে আমাদের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ হয়েছে। গত সপ্তাহে জেলাজুড়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৫ জন। পুরো পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি।’

The submit Malda | জ্বরে কাবু মালদা, সতর্ক প্রশাসন  appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *