Malda | চাকরি হারিয়েছেন ৮ জন শিক্ষক, বন্ধের মুখে শীতলপুর হাইস্কুলের বিজ্ঞান বিভাগ!

Malda | চাকরি হারিয়েছেন ৮ জন শিক্ষক, বন্ধের মুখে শীতলপুর হাইস্কুলের বিজ্ঞান বিভাগ!

ব্লগ/BLOG
Spread the love


চাঁচল: ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case Verdict) নিয়োগের পুরো প্যানেল বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court docket)। শীর্ষ আদালতের রায়ের পর চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। এই পরিস্থিতিতে স্কুলগুলিতে পঠনপাঠন চালানো নিয়ে সমস্যা তৈরি হয়েছে। দুই বছর আগে মালদার (Malda) চাঁচল ১ (Chanchal) নম্বর ব্লকের শীতলপুর মোবারকপুর হাইস্কুলে চালু হয়েছিল বিজ্ঞান বিভাগ। কিন্তু সুপ্রিম রায়ে এক ধাক্কায় এই স্কুলের আটজন শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন। তাঁরা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের। ফলে কার্যত ওই স্কুলের বিজ্ঞান বিভাগ বন্ধের মুখে।

আটজনের মধ্যে ছয়জন ভৌত বিজ্ঞানের এবং দুইজন জীবন বিজ্ঞানের শিক্ষক। এই মুহূর্তে ওই স্কুলে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান এবং নিউট্রেশনের কোনও শিক্ষক-শিক্ষিকা নেই। সব থেকে বড় সমস্যায় পড়েছে বিজ্ঞান বিভাগের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। কিভাবে এই বিষয়গুলোর ক্লাস হবে এই নিয়ে শঙ্কায় স্কুল কর্তৃপক্ষ।

দ্বাদশ শ্রেণির ছাত্র বিট্টু মণ্ডল জানান, প্রত্যেক স্যার-ম্যাডাম খুব ভালো। যত্ন সহকারে পড়াতেন। প্রধান শিক্ষক শাহেনুর হকের বক্তব্য, আমাদের স্কুলে বর্তমানে বিজ্ঞান বিভাগের মাত্র দুজন শিক্ষক থাকলেন। তারা আপার প্রাইমারির। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কি হবে ভেবে পাচ্ছিনা। সংকটময় পরিস্থিতি। প্রসঙ্গত, স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২,৮১০। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ছিল ৪৫ জন। বর্তমানে সেই সংখ্যা ৩৭ জন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *