হরিশ্চন্দ্রপুর: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে (Harishchandrapur Rural Hospital)। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয় রোগীদের মধ্যে। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাসপাতালে একাধিক যন্ত্র। এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সঙ্গে বিশাল পুলিশবাহিনীও উপস্থিত হয় সেখানে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনার পরই হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রোগীদের পরিবারের সদস্যরা।