Malda | গতির বলি! আম বিক্রি করতে এসে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির

Malda | গতির বলি! আম বিক্রি করতে এসে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির

ভিডিও/VIDEO
Spread the love


গাজোল: আম বিক্রি করতে এসে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় (Accident) মৃত্যু হল এক ব্যক্তির। মালদার (Malda) গাজোলের (Gazole) আলমপুর হাট এলাকার ঘটনা। ঘটনার জেরে এদিন ১২ নম্বর জাতীয় সড়কের মালদাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মানিক সরকার। বয়স আনুমানিক ৫০ বছর। বৈরগাছি -২ গ্রাম পঞ্চায়েতের আকালপুর সংলগ্ন মহাতলি গ্রামের বাসিন্দা তিনি। আলমপুর হাট এলাকায় মালদা জেলার অন্যতম বড় পাইকারি আম বিক্রির বাজার বসে। বিভিন্ন এলাকা থেকে আমচাষিরা আম বিক্রি করতে আসেন আলমপুর হাটে। সেইমতো মানিকবাবুও গ্রাম থেকে টোটোতে করে আম নিয়ে এসেছিলেন।

ঘটনার বিবরণে টোটোচালক প্রশান্ত মণ্ডল জানান, তিনটি টোটোতে করে আম বিক্রি করতে নিয়ে এসেছিলেন মানিকবাবু। আম বিক্রি করার পর টাকা নেওয়া হচ্ছিল। সেইসময় গাজোলের দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে একের পর এক টোটো, অটো এবং মোটরবাইককে। সেই ট্রাকের ধাক্কাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় মানিকবাবুর। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ (Gazole Police)। টোল প্লাজার কর্মীরাও চলে আসেন। ঘটনার পর ট্রাক ফেলে চম্পট দিয়েছে চালক। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন বেশ কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। পলাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *