মালদা : আরজি কর মেডিকেলের ফাইনাল ইয়ারের ছাত্রীর রহসমৃত্যু হল। মৃতের বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের দক্ষিণ চকভবানী এলাকায়। শুক্রবার রাতের ঘটনা। এই ঘটনায় শনিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ছাত্রের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর মা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের মায়ের অভিযোগ, মালদা মেডিকেলের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে গর্ভবতী হয়ে পড়েছিলেন তাঁর মেয়ে। ওই তরুণ ভবানীপুরের একটি নার্সিংহোমে নিয়ে মেয়ের গর্ভপাত করান। অভিযোগ, তারপর থেকে তরুণীকে অবহেলা করতে শুরু করেন অভিযুক্ত। ৮ সেপ্টেম্বর ওই ছাত্রীকে ডেকে পাঠিয়েছিলেন তরুণ। মৃতের পরিবারের দাবি, এরপর থেকে তাদের মেয়ে আর বাড়ি ফেরেননি।
শুক্রবার সকালে মালদা মেডিকেলের ওই ছাত্র ফোন করে জানান, তরুণীকে মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছান পরিবারের লোকেরা। উন্নত চিকিৎসার জন্য মেয়েকে সেখান থেকে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন তাঁরা। গতকাল রাতে পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এদিন খুনের অভিযোগ দায়ের হয়েছে। পরিবারের অভিযোগ, মেয়েকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।