হরিশ্চন্দ্রপুর: বাংলা-বিহার সীমানায় বোমা বিস্ফোরণ (Bomb explosion)! কেঁপে উঠল গোটা গ্রাম। বিস্ফোরণস্থল থেকে উদ্ধার আরও পাঁচটি বোমা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এখনও পৌছায়নি বোম্ব স্কোয়াড। তৃণমূলের (TMC) বিরুদ্ধে বোমা মজুদ রাখার অভিযোগ বিজেপির (BJP)। পালটা তৃণমূলের দাবি বিজেপির লোকেরা বিহার থেকে দুষ্কৃতীদের এনে রাতের অন্ধকারে বোমা বেঁধেছে। গোটা ঘটনায় আতঙ্কের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার (Harishchandrapur Police Station) সুলতান নগরের কুশল গ্রামে শনিবার দুপুরে বোমা বিস্ফোরণ হয়। স্থানীয় একটি আমবাগানের পাশের জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আশেপাশে তখন চাষবাসের কাজ করছিলেন অনেকেই। বিস্ফোরণের আওয়াজে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণস্থলে এসে দেখতে পাওয়া যাচ্ছে আরও পাঁচটি বোমা পড়ে রয়েছে। ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডকে। এলাকার মানুষের আশঙ্কা চারিদিকে ফাঁকা জমিতে আরও অনেক বোমা মজুদ রয়েছে। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ,’পাশেই বিহার। এখানকার মদের ঠেকে অবাধ আনাগোনা বিহারের (Bihar) মানুষের। মদ্যপান করে রাতের অন্ধকারে তারাই ফাঁকা এলাকায় পেয়ে বোমা বাঁধছে। সমগ্র ঘটনায় এলাকার নিরাপত্তা প্রশ্নের মুখে।
অন্যদিকে, বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে এলাকাকে বারুদের স্তুপে পরিণত করতে চাইছে তৃণমূল। পালটা তৃণমূলের দাবি, বিজেপি শাসিত বিহার থেকে দুষ্কৃতীদের আনা হচ্ছে মালদাকে অশান্ত করার জন্য।
প্রসঙ্গত, চলতি বছর মালদা জেলার একাধিক অপরাধমূলক কাজকর্মে বিহারের যোগ পাওয়া গেছে। তা খুনের ঘটনা হোক কিংবা আগ্নেয়াস্ত্র উদ্ধার। এই আবহে বাংলা-বিহার সীমানায় অবস্থিত গ্রামগুলিতে বিহার যোগের সম্ভাবনা এবং সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।