Mala Roy | কলেজে গভর্নিং বোর্ডের বৈঠকে বহিরাগত! মালা রায়কে ঘিরে বিক্ষোভ যোগেশচন্দ্র চৌধুরী কলেজে

Mala Roy | কলেজে গভর্নিং বোর্ডের বৈঠকে বহিরাগত! মালা রায়কে ঘিরে বিক্ষোভ যোগেশচন্দ্র চৌধুরী কলেজে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে কেন্দ্র করে উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। মালা রায়ের গাড়ির সামনে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, দোল উৎসবকে কেন্দ্র করে কলেজে বহিরাগতদের অবাধ যাতায়াত। এমনকি তারা মালা রায়ের (Mala Roy) বৈঠকেও উপস্থিত ছিলেন। তারা কে? কেনই বা কলেজে উপস্থিত হবেন? সেই প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখানো হয়।

কলেজ সূত্রে জানা গেছে, যোগেশচন্দ্রের পড়ুয়ারা বুধবার রং খেলায় মেতে ওঠেন। মূলত কলেজের ডে এবং আইন বিভাগের পড়ুয়াদের মধ্যে রং খেলা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পড়ুয়াদের একাংশ দাবি করে, বহিরাগতরা জোর করে কলেজে প্রবেশ করে রং মাখাতে চাইছে। তাদের বাধা দিতে গেলেই তৈরি হয় কথা কাটাকাটি, বচসা। পরিস্থিতি উত্তপ্ত হতেই পুলিশ প্রবেশ করে ক্যাম্পাসে। দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে তাঁরা।

অন্যদিকে, আজ কলেজে গভর্নিং বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন মালা রায়। পড়ুয়াদের দাবি, এই বৈঠকেও উপস্থিত ছিলেন বহিরাগতরা। এরই প্রতিবাদে, পড়ুয়াদের একাংশ মালা রায়ের গাড়ির সামনে বিক্ষোভে দেখাতে শুরু করেন। তবে বহিরাগত প্রসঙ্গে মালা রায়ের বক্তব্য, ‘আমি বৈঠক করতে কলেজে এসেছিলেন। আমার পক্ষে বোঝা সম্ভব নয় কে বহিরাগত আর কে বহিরাগত নয়। বিষয়টি প্রশাসন দেখবে, কলেজ কর্তৃপক্ষ দেখবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যোগেশচন্দ্র চৌধুরী কলেজে (Jogesh Chandra Chaudhuri Faculty)। শেষে কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) নির্দেশে কলেজে পুজো হয়। এবার দোলের আগেও একই পরিস্থিতি তৈরি হল। আর কলেজের ভিতরে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) বিক্ষোভের মুখে পড়লেন খোদ তৃণমূল (TMC) সাংসদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *