উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে খুনের পর দেহ ১৭ টুকরো করে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে এলেন স্বামী। এমনই নারকীয় ঘটনা ঘটল মহারাষ্ট্রের (Maharashtra) ভিওয়ানি (Bhiwani)-তে। অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে শহরের নানা প্রান্ত থেকে দেহাংশ উদ্ধারের খবর আসছিল। এনিয়ে আতঙ্ক ছড়ায় শহরে। ৩০ অগাস্ট দেহাংশ উদ্ধার হওয়ার প্রথম খবর আসে পুলিশের কাছে। একটি কষাইখানার কাছ থেকে এক মহিলার কাটা মাথা উদ্ধার হয়। এরপর সমস্ত থানাগুলিকে সতর্ক করা হয়। তদন্তে নেমে জানা যায়, সংশ্লিষ্ট থানা এলাকায় একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। সেই সূত্র ধরে খুন হওয়া মহিলার পরিচয় জানতে পারে পুলিশ। তারপরই মহিলার স্বামীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত খুনের কথা স্বীকার করে বলে তদন্তকারীদের দাবি। কিন্তু ওই ব্যক্তি কেন স্ত্রীকে খুন করলেন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।