উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মৌনী অমাবস্যায় মহাকুম্ভে অমৃত স্নান ঘিরে হুড়োহুড়ি। এর জেরে মঙ্গলবার গভীর রাতে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও উত্তরপ্রদেশ সরকারের তরফে এখনও সঠিক সংখ্য়া জানানো হয়নি। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আপাতত বাতিল করা হয়েছে অমৃত স্নান। ঘটনার পর একটি পর্যালোচনা বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রধানমন্ত্রী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।